প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারী জলঢাকায় জুয়া বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ

মোঃ আল আমিন ইসলাম, বার্তা সম্পাদক: নীলফামারীর জলঢাকা থানায় জুয়া খেলার ডাবু, ফরগুটি, জুয়ার, বিভিন্ন সরঞ্জাম সহ ০৪ জুয়াড়ি কে গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর পিপিএম স্যারের দিক নির্দেশনায় জলঢাকা থানাকে জুয়া মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব আব্দুর রহিম, ও জলঢাকা থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস অভিযান টিম জলঢাকা থানাধীন পৌরসভা এলাকার রাতভর অভিযান চালিয়ে দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া গ্রামস্থ জনৈক মো: মাহমুদ রহমান(৬৫) প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ডাবু, ফরগুটি, ও টাকা, দ্বারা জুয়া খেলার সময় জুয়ার আসর হইতে হাতেনাতে আসামী ০১/ মোঃ জামাত আলী (৫১) পিতা- মৃত ভজে মামুদ সাং গাবরোল আসামী (০২)মোঃ আব্দুল মালেক (৪০) পিতা মোঃ লোকমান হোসেন সাং-দক্ষিন কাজিরহাট (কাজীপাড়া) আসামী(০৩) মোঃ আজহারুল ইসলাম (৪২) পিতা- মৃত মহর উদ্দিন সাং- গাবরোল (সরকারপাড়া) আসামী(০৪)মোঃ মিনারুর ইসলাম (২০) পিতা-আবেদ আলি সাং-দক্ষিণ কাজিরহাট (তিনকদম) সর্বথানা- জলঢাকা জেলা-নীলফামারী কে গ্রেফতার করা হয়। এবং উক্ত জুয়ার আসর হইতে ফরগুটি, ডাবু ৭,১৭০/- টাকা ও ০২টি মোবাইল ফোন মেরুন রঙ্গের ০১ (একটি) বড় প্লাস্টিক জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২৫ তারিখ-১৮/৪/২৪ ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে মুক্তারুল আলম জনঢাকা থানা নীলফামারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন