প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খুলনার দাকোপে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেয় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, চালনা পৌরসভা সভার মেয়র সনত কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান পঞ্চনন মন্ডল, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা ইমাম পরিযদের সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধালণ সম্পাদক জি এম রেজা, পুরোহিত রবেন চক্রবর্তী, রবার্ট জীবন্ত নাথসহ উপজেলা দপ্তর প্রধানগন, বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। সভায় বক্তাগন আসন্ন সারদীয় দূর্গা পূজা উদযাপন করার লক্ষে সামাজিক সম্প্রীতি রক্ষা ও আইন শৃংখলা বজায় রাখার আহবান করেন। এ বছর দাকোপে ৮৪টি মন্দিরে দূর্গা পূজা উদযাপন হবে বলে জানা যায়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন