প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে গোদাগাড়ীতে একজনকে পিটিয়ে হত্যা

মোঃআফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়ার জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪৩)। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হত্যাকান্ডেরর সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে। এঘটনায় নিহত রুহুল আমিন এর স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় ১৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রুহুল আমিন এর স্ত্রী আকলিমা বেগম জানান আমার স্বামী রুহুল আমিন (৪৩) একজন কৃষক। গত১৪ তারিখ সকালে সান্ডয়ান ঘুন্টি জামে মসজিদের সামনে থাকা আম গাছের পাতা আসামী মোঃ সাদিকুল এর ছাগল খায়। আমার স্বামী রুহুল আসামী মোঃ সাদিকুলকে পরের দিন ১৫ এপ্রিল সন্ধ্যার সময় এই ঘটনা জানাতে গেলে আসামী মোঃ সাদিকুলসহ অন্যান্য আসামীগন আমার স্বামী রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী রুহুল আমিন আসামীদের গালিগালাজ করতে নিষেধে করলে আসামী মোঃ মনিরুল ইসলাম (ঘ) মুনি মেম্বার ও মোঃ আজিজুল হকদ্বয়ের হুকুমে অন্যান্য আসামীগন হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে বাঁশের লাঠি, রড, ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামী রুহুল আমিন এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংস ভাবে হত্যা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগুয়ান ঘুন্টি এলাকার স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে ছাগল ছাড়তে বারণ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে তর্ক শুরু করে। উভয়য়ের মারমুখী আচরণে সভাপতির পক্ষে কথা বলার জন্য রুহুল আমিনকে মারধর করা হয়। তাকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে রুহুল আমিনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান ছাগলে মসজিদের আমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিগন তার সঙ্গে থাকা লোকজন রুহুল আমিনকে পেটানো শুরু করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন