প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ময়মনসিংহ নগরীর উজান বাড়েরায় আশ্রয় প্রকল্পের ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই

 খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরীর ২৬ নং ওয়ার্ডের উজান বাড়েরায় আইসক্রিম বিক্রেতা মোঃ মুক্তার হোসেনের মাননীয় প্রধানমন্ত্রী উপহার আশ্রয় প্রকল্পের ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী  জানান, সোমবার  সকাল ১১ টার দিকে মোঃ মুক্তার হোসেনের ঘরে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস খবর দিলে, ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসার আগেই আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাই।  তবে ততক্ষণে মোঃ মুক্তার হোসেন এর সমগ্র মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১/২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা  যায়। ক্ষতিগ্রস্ত মোঃ মুক্তার হোসেন ও তার স্ত্রী কোহিনূর আক্তার জানান, ঘরে তার ছেলে জিহাদ (০৫) ও তাদের মেয়ে জন্নত ছিল, হঠাৎ করে সকাল ১১:০০ টার দিকে ঘরে আগুন লাগলে  ,তাদের ছেলে, মেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়েছ। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আগুনে পুড়ে মুহূর্তে ঘরে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র মালামাল ও নগদ টাকাসহ প্রায় সাড় ১/২ লাখ টাকার মালামাল ছিল। ঘরে থাকা  কোন মালামাল রক্ষা করতে পারেন নি। মোঃ মুক্তার হোসেন জানান, আমি সারাজীবনে যা সঞ্চয় করেছিলাম তা নিমেষেই পুুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাকে সর্বস্বাস্ত হয়ে জীবন-যাপন করতে হবে বলে জানান। দীর্ঘ দিন যাবত মোঃ মুক্তার হোসেন আইসক্রিম বিক্রি করে সততার সহিত সরকারের দেওয়া আশ্রয় প্রকল্পে বসবাস করছেন। মোঃ মুক্তার হোসেন,স্ত্রী কোহিনূর আক্তার, ছেলে জিহাদ , মেয়ে জান্নাত, মোট চার জনের আর্থিক যোগান ও পরিবারের সার্বিক প্রয়োজন মেটাতেন আইসক্রিম বিক্রি করে । ঘরটি পুড়ে যাওয়াই মোঃ মুক্তার হোসেন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই মোঃ মুক্তার হোসেন সরকারি সাহায্য-সহযোগিতা কামনা করছেন। যদি সরকারি বা বেসরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পান। তবে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে পারবেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগিকান্ডের  সূত্রপাত হতে পারে বলে জানান  এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন