প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাই

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালবাসা চেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক এড ভোকেট অবনী মোহনদাশ পাড়া মহল্লায় রাজনৈতিক আড্ডায় সকল স্থানে আলোচনার শীর্ষে অবস্থানে রয়েছেন এডভোকেট অবনী মোহন দাশ সকলের দোয়া প্রত্যাশা তিনি নির্বাচিত হলে অবহেলিত শাল্লা উপজেলায় সামনের দিকে এগিয়ে নেওয়া সম্বভ, এই উপজেলা কে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে তার বিকল্প নেই।শাল্লা উপজেলা নির্বাচনে ষড়যন্ত্রই জনতার অবনী মোহন দাশকে দাবিয়ে রাখতে পারবেনা। এডভোকেট অবনী মোহন দাশ বলেন,জনগনের ভালবাসার শক্তির উপরে কোন ষড়যন্ত্র ঠিকে থাকতে পারেনা, রাজনৈতিক পরিবার থেকে আমার বেড়ে উটা,আমার বিশ্বাস রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। রাজনীতি করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি শাল্লা উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। শাল্লা উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদনে উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা। তিনি আরও বলেন তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। শাল্লা কে আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। বিগত দিনে আমি অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছি,তাদের যে কোন দুর্যোগে তাদের পাশে থেকে সাহস যুগিয়েছি, বন্যা করুনা হাওরের বেরী বাঁধ সহ নিজে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের সন্তান হিসেবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন