প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এ্যাড.আবেদুর রহমান সবুজ

আশরাফুজ্জামান সরকার গাইবান্ধাঃ– গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আবেদুর রহমান সবুজ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে প্রেসক্লাব ভবনে তাকে অনুষ্ঠানিকভাবে এ অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাব্বত সরকার, আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলার রহমান, নির্বাহী সদস্য হাসিবুর রহমান স্বপন সাধারণ সদস্য ওমর ফারুক মতিন মোহাম্মদ প্রমুখ। নেতৃবৃন্দ এ্যাড.আবেদুর রহমান সবুজের কর্মময় জীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য যে, তিনি গত বছর গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, পলাশবাড়ী প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও জেলা লিগ্যাল এইড এর আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন ৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন