প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

হালিম মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত

 আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মির্জাপুর ভাওড়া ইউনিয়নে হালিম মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রশিটান খেলা অনুষ্ঠিত হয়। ১২/০৪/২০২৪ ইং শুক্রবার ঈদুল ফিতরের পরের দিন বিকাল ৩ ঘটিকার সময় হালিম মিয়া মিনি স্টেডিয়াম ফতেপুর পাইখার মোড় অনেক জাঁকজমকপূর্ণ রশিটান খেলা শুরু হয়। বিশিষ্ট সমাজ সেবক ফতেপুর ভাওড়া, জনাব মোঃ বদর উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকত হোসেন ,চেয়ারম্যান পদপ্রার্থী ভাওড়া ইউনিয়ন। উদ্বোধক ছিলেন জনাব মোঃ ইয়াকুব আলী, জেলা শিক্ষা অফিসার ঢাকা । আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ লিটন মাহমুদ ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড ভাওড়া ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ জাহিদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী । জনাব মোঃ মোখলেছুর রহমান মুকুল সাবেক ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড। জনাব মোঃ সানজিদ মাহমুদ (জবলু) জবলু ট্রেডার্স এন্ড কনস্ট্রাকশন ঢাকা ।জনাব মোঃ লিটন মাহমুদ সদস্য ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শকবৃন্দ । এ সময় প্রচুর মহিলা দর্শক চতুর্দিকে উপস্থিত ছিলেন । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব এস এ হানিফ স্বত্তাধিকারী জাকারিয়া এন্টারপ্রাইজ, জনাব মোঃ আনোয়ার হোসেন প্রভাষক লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ। প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোঃ মিনহাজ আলী জজ কোর্ট টাঙ্গাইল। আয়োজনে এলাকাবাসী। ইউপির সদস্য জনাব মোঃ লিটন মাহমুদ সুন্দর ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।তিনি বলেন এলাকার যুব সমাজ নতুন এই মাঠ পেয়ে অনেক উজ্জীবিত এবং খুশি ।আজকের এই মাঠে রশি টানাটানি খেলার মাধ্যমে উদ্বোধন করা হলো । তিনি এলাকার যুব সমাজকে মাঠে প্রতিদিন খেলাধুলা করার পরামর্শ দেন । সকল বক্তাগণ তাদের বক্তব্য বলেন এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজক বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছর যেন এরকম আয়োজন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেন। পরে রশি টানাটানি খেলার বিজয়ী টিম আলিনুরের দলকে বিজয়ী ট্রফি এলইডি টিভি প্রদান করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন