প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় পুলিশ প্রীতিভোজ অনুষ্ঠিত

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা পুলিশ, গাইবান্ধা এর উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য ও পরিবাবের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল)জেলা পুলিশ লাইন্স মেসে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে অংশগ্রহণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন পিপিএম ও মাহবুবা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ),পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), টিআই মটরযান শাখা ও আর আই (পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ এসময় অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন