প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রাউজানে ৯তম আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে ৯তম আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত
পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আলহাজ্ব আলা মিয়া সারাংয়ের বাড়ি ও প্রবাসীদের ব‍্যবস্থাপনায় ৯তম আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ শমসের নগর পৃর্ব রাউজান হযরত গজালী শাহ্ (র:) ইউনিট শাখার সার্বিক সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর শনিবার বাদে মাগরিব আলহাজ্ব আলা মিয়া সারাংয়ের বাড়ি জামে মসজিদ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন শমসের নগর তৈয়‍্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ৭নং রাউজান সদর ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মন্নান আল কাদেরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ ৭নং রাউজান ইউনিয়ন পূর্ব শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী,, বিশেষ বক্তা ছিলেন ফতেয়াপুর কে.পি শাহী জামে মসজিদের খতিব শাহজাদা মাওলানা মোহাম্মদ নুরুল মোত্তাকীন আল কাদেরী, আলহাজ্ব আলা মিয়া সারাং বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম আল কাদেরী,হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়াইজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ ফিরোজ আজমিরী, মাওলানা জানে আলম আল কাদেরী, হাজী মোহাম্মদ হানিফ, মাওলানা মোহাম্মদ ফরিদ ইসলাম আল কাদেরী।উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সচিব আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম, সদস্য মোহাম্মদ শাহ আলম বদন, হাসান উদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ রুবায়েত, আব্দুস সালাম, সেকান্দার হোসেন, মোহাম্মদ জাফর, জরিফ আলী, মোহাম্মদ ছোটন, জামাল উদ্দিন, এসকান্দর হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রহিম, মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ অভি, মোহাম্মদ আকিব, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হৃদয়, কোরবান আলী, মোহাম্মদ রিফাত, জয়নাল আবেদীন প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন