প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পীরগাছায় শ্রেণিকক্ষে পাঠাগার ও প্রশিক্ষণের উদ্বোধন

পীরগাছায় শ্রেণিকক্ষে পাঠাগার ও প্রশিক্ষণের উদ্বোধন
প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার-মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে । নতুন নতুন স্কুল ভবন হচ্ছে, স্কুলগুলো শিক্ষার্থীর উপস্থিতি হার বাড়ানোর লক্ষে স্কুল ফিডিংসহ নানা কর্মসূচী চালু রয়েছে। আমরা শিশুদের বই পড়তে আগ্রহ সৃষ্টি করতে নানা কৌশল অবলম্বন করছি। গতকাল সোমবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রা, শ্রেণিকক্ষে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হাবিব রুমীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, রুম টু রিড বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর রাখি সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফরহাদ আলম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, লিটারেসি ডিরেক্টর মাজহারুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিলুফা বেগম প্রমুখ। পরে অতিথিবৃন্দ স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ এর যৌথ প্রয়াসে শ্রেণিকক্ষ পাঠাগারের উদ্বোধন করেন। ## ০২-১০-২০২৩(ছবি আছে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন