প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেমন্ড আরেংয়ের গণসংযোগ

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেমন্ড আরেংয়ের গণসংযোগ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। রোববার বিকেলে দুই উপজেলার চন্ডিগড়, সাতাশি, নাজিরপুর, লেংগুরা, পাঁচকাটা সহ বিভিন্ন হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।গনসংযোগকালে রেমন্ড আরেং জনগনের মাঝে তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এসময় তিনি এমপি প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
জানা যায়, রেমন্ড আরেং দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছেন। নেত্রকোনা-১ আসনের জনগনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন