প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

(আসক) নীলফামারী জেলা কমিটির উদ্যোগে গরীব অসহায়দের মাঝে, ঈদের সামগ্রী বিতরণ

মোঃ আল আমিন ইসলাম, বার্তা সম্পাদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায়দের মাঝে ঈদের সামগ্রী বিতরণ।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মোঃ সেলিম রেজা, সহ সভাপতি আব্দুল মালেক,
সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সহ সভাপতি মোঃ জিবন, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ইসলাম সহ সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম। জেলার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া সিভিল কোর্ট কমিশনার, মোস্তাফিজুর রহমান (বুলু)ও রাজু মিয়া, জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন আমরা গরীব অসহায়দের জন্য সব সময় আমাদের দরজা খোলা রেখেছি এবং যেকোনো সময় আমরা যেকোনো সহযোগিতা করতে আমরা পিছপা হবো না। এবং সবাই কে এগিয়ে আসতে হবে গরিব অসহায়দের পাশে দারার জন্য,
তাহলেই পরিবর্তন হবে এই জাতি পরিবর্তন হবে এই দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের, বাস্তবায়ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ তারই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি। এবং এ পর্যন্ত বিভিন্ন জমিজমা সংক্রান্ত বিষয়ে, নারী সংক্রান্ত বিষয়ে, এবং একাধিক সম্মানজনক কাজ করে রংপুর বিভাগের মধ্যে তাগ লাগিয়ে দিয়েছেন নীলফামারী জেলা কমিটি। এবং তারা আরো সামনের দিকে এগিয়ে যাবেন বলে প্রত্যাশা রাখেন, কিন্তু শুধু আমরা না সকলকে এগিয়ে আসতে হবে। এবং সবাইকে সজাগ হয়ে, কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন