প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ৯ অক্টোবর, ২০২৫ ২৪ আশ্বিন, ১৪৩২ ১৬ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় ১ ঘণ্টার ব্যবধানে জামাই আবদুর রাজ্জাক ও শাশুড়ি জাহেরা‌ বেওয়া‌র মৃত্যু

 উজ্জ্বল কুমার সরকারঃ নওগাঁর মহাদেবপুরে এক ঘণ্টার ব্যবধানে জামাই আব্দুর রাজ্জাক (৬১) ও শাশুড়ি জাহেরা বেওয়ার (৮০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর গ্রামে। রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় জানাজা শেষে বাড়ির পাশে দক্ষিণ হোসেনপুর করবস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয়রা জানান, অসুস্থজনিত কারণে শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে জামাই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। এর মাত্র ৫০ মিনিটের মধ্যেই বিকেল ৫টা ২৫ মিনিটে শাশুড়ি জাহেরা বেওয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন। জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও আব্দুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত দবির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি প্রায় ৩২ বছর আগে বিয়ে করে মহাদেবপুরে এসে শ্বশুরবাড়ি এলাকায় থেকে বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন