প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

তীব্র গরমে বিদ্যুৎ লোডশেডিং মাহে রমজানের অতিষ্ঠ নওগাঁ,নিয়ামতপুর বাসী

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: ৬ই এপ্রিল ২০২৪ইং শনিবার পবিত্র মাহে রমজান কথা ছিল রমজানে র্নিবিচ্ছিন্ন বিদ্যুৎতের ব্যবস্থা কমিয়ে আনা হবে। কিন্তুু তার উল্ট চিত্র রমজানে বিদ্যুৎ লোডশেডিং এ বিপর্যস্ত অবস্থা ব্যবসায়ী সহ সাধারণ মানুষ একদিকে গরম অন্যদিকে লোডশেডিং দুই এ মিলে যেন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে নিয়ামতপুর বাসীরা মাহে রমজান মাসে ইফতারির সময় তো থাকছেনা,তারাবি এমনকি সেহরির সময়ও থাকেনা বিদ্যুৎ। ঘন ঘন লোডশেডিং আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরাও লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। হাসপাতালগুলো তো ঘনঘন লোডশেডিং এর কারণে নাজেহাল অবস্থা জানা যায়, সকালে দোকান খুললে বিদ্যুৎ থাকেনা আমাদের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যবসা করতে কষ্ট হয়ে পড়েছে। আমরা চাই বিদ্যুৎ ২৪ ঘন্টা মদ্ধে ১৮ ঘন্টা সময় মত থাকুক যাতে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়।অনেকে জানান, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশুরা,শিশুদের এমনিতে নানান অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যে বিদ্যুৎ থাকছেনা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। চলতি মাসে নিয়ামতপুরে অধিক হারে বেড়ে গেছে লোডশেডিং এই লোডশেডিং থেকে কখন যে মুক্তি পাবে তা নিয়ে নানান প্রশ্ন নিয়ামতপুর বাসীর।দাবী লোডশেডিং কমানো হোক অন্তত রমজানের মধ্যে লোডশেডিং যেন না দেওয়া হয়।প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন