প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

একই পরিবারের তিন প্রতিবন্ধীর, পরিবার-পরিজন নিয়ে কাটছে মানবতার জীবন

একই পরিবারের তিন প্রতিবন্ধীর, পরিবার-পরিজন নিয়ে কাটছে মানবতার জীবন
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে একই পরিবারে তিন প্রতিবন্ধী পরিবার-পরিজন নিয়ে তাদের জন্য কষ্টের শেষ নেই। এভাবেই অতিবাহিত হয়েছে ৪ থেকে ৫ যুগ। তাদের পাশে কেউ নেই। প্রতিবন্ধীদের আকুতি ভিক্ষাবৃত্তি নয় সরকারি বা বেসরকারি সংস্থা থেকে তিন ভাইয়ের তিনটি ব্যাটারি চালিত হুইল চেয়ার পেলে তারা অন্যের বাড়িতে কাজ করে জীবন-জীবিকা বাঁচাবে। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চিলকির পাড় গ্রামের মৃত্যু আব্বাস আলীর পুত্র সোলায়মান( ৬০) মুন্নাফ আলী( ৫৫) ও সামাদ আলী (৪৫) জন্মগতভাবে তারা তিন ভাই এই প্রতিবন্ধী। এরই মধ্যে প্রতিবন্ধী তিনজনই সংসার জীবন গড়ে তোলে। বর্তমান প্রতিবন্ধী ভাতা ও অন্যের বাড়িতে বাশের ছাদ, বাশের সরঞ্জাম তৈরি করে উপার্জন করে জীবনযাপন করছেন। কিন্তু দূর-দূরান্ত গিয়ে কাজ করার জন্য যাতায়াতের সুবিধার্থে নেই তাদের ব্যাটারি চালিত হুইল চেয়ার। প্রতিবন্ধীরা বলেন অনেক কষ্টে আছি। আমাদের সংসার চালানোর জন্য নেই কোন পুঁজি। দূরদূরান্তে গিয়ে কাজ করব এর জন্য যাতায়াতের নেই কোন ব্যাটারি চালিত হুইল চেয়ার।
এলাকাবাসী বলেন প্রতিবন্ধী তিন ভাইয়ের জন্য প্রয়োজন ব্যাটারি চালিত তিনটি হুইল চেয়ার। তাদের অনেক কষ্টে সংসার চলছে। সরকারি বা বেসরকারি সংস্থা সাহায্য সহযোগিতা করবে এমনটাই দাবি এলাকাবাসীর। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, অতি দরিদ্র প্রতিবন্ধী তিন ভাইয়ের ব্যাটারি চালিত হুইল চেয়ার খুবই জরুরী। এ অবস্থায় সরকারিভাবে সাহায্য সহযোগিতার দাবি জানান এই জনপ্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন