প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সুচিত্রা সেনের জন্মদিন আজ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ আজ ০৬ এপ্রিল মহানাসেনের জন্মদিন। তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলা চলচ্চিত্রের তিনি ‘মহানায়িকা’। তার অভিনীত সিনেমা না দেখা বাঙালির সংখ্যা কম। তাকে পছন্দ করেননি, তাকে ভালোবাসেননি এমন বাঙালিও কম। অনেক অনেক দিন তিনি বহু বহু মানুষের ঘুম কেড়েছেন, স্বপ্নে বিচরণ করেছেন।

২৬ বছরের অভিনয় জীবনে মোট ৬১টি ছায়াছবিতে অভিনয় করেছেন। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি খ্যাতির শিখরে পৌঁছেছেন। তার অভিনীত ছবির মধ্যে আছে : সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, সপ্তপদী, হারানো সুর, দ্বীপ জ্বেলে যাই, শাপমোচন, হসপিটাল, সাগরিকা, দেবদাস, সবার উপরে, পথে হলো দেরী, গৃহদাহ, বিপাশা, উত্তর ফাল্গুনী ইত্যাদি।
সাত পাকে বাঁধায় অভিনয়ের জন্য তিনি ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন। ভারতে তিনি পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছেন। পেয়েছেন আরো সম্মাননা।
সুচিত্রা সেন ১৯৩১ সালের আজকের দিনে পাবনায় জন্মগ্রহণ করেন। কলকাতায় ২০১৪ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যু বরণ করেন। ১৯৪৭ সালে তার বিয়ে হয় দিবানাথ সেনের সঙ্গে। তার কন্যা মুনমুন সেনও জনপ্রিয় অভিনেত্রী।
সুচিত্রা সেন সিনেমাপ্রেমিক বাঙালির চিরকালের পছন্দের শীর্ষে। তিনি তার সময়ের, তার আগের এবং তার পরের – সবার কাছেই প্রিয়।এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন