প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ামতপুরের সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়ার প্রার্থী

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ামতপুর উপজেলা শাখা,সমাজ সেবক ও বঙ্গবন্ধুর আর্দশে গড়া জন প্রিয় নেতা ফরিদ আহমেদ। উপজেলা পরিষদ নির্বাচনে, আজ শনিবার ৮নংবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের গুজিশহর বাজারের, সাধারণ জনগণের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন আমি চলতি ৫ বছর আপনাদের পাশে থেকে কতটুকু সহযোগিতা ও ভালোবাসা দিতে পেরেছি জানিনা কিন্তু আমি জানি ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব, আর তাই ভালো বাসার দাবিতে আপনাদের সম্মুখে এসেছি, আামার জন্য দোয়া, আশীর্বাদ সমর্থন করবেন|এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন