প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে কৃষি প্রণোদনায় বিনামূল্যে আনারসের চারা বিতরণ

 মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড়ে ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি সম্পাদনা কর্মসূচির আওতায় এমডি-২ সুপার সুইট গোল্ডেন জাতের আনারসের চাষ বৃদ্ধির লক্ষ্যে ৫ জন আনারস চাষির মাঝে বিনামূল্যে আনারসের চারা বিতরণ করা হয়েছে। শনিবার ৬ এপ্রিল দুপুর ১২টায় রামগড় কৃষি অফিসের আঙ্গিনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক এর উপস্থিতিতে ৫ জন আনারস চাষিকে এমডি-২ জাতের ২২৫০টি করে মোট ১১ হাজার ২শ ৫০ টি চারা বিতরণ কারা হয়। এসময় আরও উপস্থিত ছিলো উপ সহকারী কৃষি কর্মকর্তা শহিদ উল্লাহ, এমদাদুল হক মিঠু, মোহাম্মদ শরিফ উল্যাহ ও তাসলিম বাহার সহ আনারস চাষী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন