প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণীয়  অনুষ্ঠান

সালমা আক্তার দাউদকান্দি কুমিল্লা: কুমিল্লা জেলা ক্বওমী মাদ্রাসার সংগঠনের বৃহত্তর দাউদকান্দি (মেঘনা-তিতাস) উপজেলা শাখার আঞ্চলিক শিক্ষা বোর্ডে শতভাগ পাস সহ ১৬ জন মেধা শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হওয়ায় মাদ্রাসা কর্তৃক ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের আয়েজন করা হয়েছে। কুমিল্লা দাউদকান্দি উপজেলার আল জামিয়াতুল ক্বোরআনিয়া দারুল উলূম বার পাড়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গনে আজ সকাল ১০ ঘটিকার সময় এ সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওঃ মোঃওবায়দুল্লাহ। সভাপতিত্ব করেন  মাদ্রাসার প্রধান শিক্ষক  মাওলানা মোঃ জাকির হোসেন, প্রবীণ  মুফতি আবু হানিফ, অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা, ইকবাল হোসেন,মাওলানা সোহেল মুন্সি, ক্বারি মামুন সাহেব, মাস্টার সুমন,মাস্টার নয়ন মিয়া,সহ বক্তারা বলেন, মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের অনেক ভালোভাবে পড়াশোনা করাই। তাই এই বছর সহ গত কয়েক বছর ধরে বারপাড়া আল জামিয়াতুল ক্বোরআনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা ভালো ফলাফল পেয়ে শতভাগ পাস করেছে এবং ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। সভাপতি, মাওলানা জাকির হোসেন বলেন বক্তব্যে অত্র মাদ্রাসার বৃত্তি ১৬ জনের মধ্যে এক দুই জন ছাত্র বক্তব্য ও কোরআন তেলাওয়াত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেন্য ও গন্যমান্য ব্যক্তবর্গ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন