প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুক্ত সেবা উদ্যোগে মধুমতি মডেল টাউনে অসহায়দের মাঝে ফ্রি ইফতার ও ঈদ বাজার বিতরণ

মোঃ রুবেল হোসেন, সাভার: মুক্ত সেবা নব দিগন্তের প্রত্যয় আমরা এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজের উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার ও ঈদ বাজার বিতরণ করা হয়।ইফতার ও ঈদ বাজার নিয়ে অসহায়দের পাশে মুক্ত সেবা পবিত্র মাহে রমজানের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে ইফতার ও ঈদ বাজার নিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে সাভারের নান্দনিক হাউজিং (মধুমতি মডেল টাউন) তরুণদের সামাজিক সংগঠন মুক্ত সেবা। মধুমতি মডেল টাউনে চার রাস্তার মোড়ে রমজান উপলক্ষে দুশত পরিবারের মাঝে ফ্রি ইফতার ও ঈদ বাজার বিতরণ করা হয়। বিতরণকৃত ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাওর চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, মসুর ডাল, সেমাই, চিনি, মসলা ও গুড়ো দুধ৷ ইফতার ও ঈদ বাজার বিতর্রণে উপস্থিত ছিলেন,এস এ এন্টারপ্রাইজ এন্ড কনস্ট্রাকশন ও সাদাফ রিয়েল এস্টেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর তরুণ সমাজের আইকন সজিব আহমেদ। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন, যুবলীগ নেতা মাসুদ রানা ও বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিটিএল অগ্রভাগি ও সাহিত্যিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজীব। মুক্ত সেবা সংগঠনের উদ্যোক্তা ও তরুণ সমাজের আইকন সজীব আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে তাদেরকে ইফতার সামগ্রী দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন