প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবপুরে আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুমন এর পক্ষে যাকাত বিতরণ

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য ৫/৪/৩/২৪ ইং শনিবার নরসিংদী জেলা শিবপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দানবীর সাবেক মহাসচিব বি এল সি এফ ই এ , আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন এর পক্ষ থেকে নিজ গ্রামের বাড়িতে দুই হাজার হতদরিদ্র মানুষের মাঝে যাকাত উপলক্ষে ৫ শত করে টাকা যাকাত বিতরণ করেন আলহাজ সাখাওয়াৎ হোসেন সুমন। তিনি বলেন আমি ঢাকা থেকে নিজ বাড়িতে আসছি ,আমি ঢাকা থেকে না আসিয়া ঢাকায় ও যাকাত দিতে পারতাম আপনারা আমার বাড়িতে আসছেন ,আপনারা সবাই সুস্থ আছেন কিন্তু ঢাকাতে যারা যাকাত নেন তাদের কারো হাত নেই, কারো পা নেই, কেউ প্রতিবন্ধী ,কেউ মানসিক রোগী, আমি তাদেরকে দিতে পারতাম ,আমি আপনাদেরকে দেওয়ার জন্য ঢাকা থেকে আসছি । আপনারা কেউ আমার মান সম্মান নষ্ট করবেন না ,আমি সমহারে উপস্থিত সকলকে দিব ,কেউ দুইবার নিবেন না। এখানে যারা উপস্থিত আছেন সকলকেই দেওয়া হবে । সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন