প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালুখালীতে সুধী ও গুনিজনদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ লালন শেখ,কালুখালী,(রাজবাড়ী) প্রতিনিধি: শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্যা সুধী ও গুনিজনের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো,জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্যা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আ: করিম মোল্যা, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহানগীর আলম, সমাজ সেবক মাহমুদ হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ আ: মালেক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন