প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জনগনের সেবা করাই আমার নৈতিক দায়িত্ব,,কাউন্সিলর আব্দুস সালাম আহমেদ আব্বাস

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড এর কাউন্সিলর আব্দুস সালাম আহমেদ আব্বাস একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন। জনগনের সেবা করাটা আমার নৈতিক দায়িত্ব,জনগন তার মুল্যবান ভোট প্রদান করে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন।জনগনের মৌলিক অধিকার ও নাগরিক সেবা দিতে আমি সর্ব সময় জনগনের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।সুতরাং জনগন আমার নয় আমি আব্বাস জনগনের।১ নং ওয়ার্ড এর শিশু বৃদ্ধা প্রতিবন্ধী,ধনী গরীব ফকির মিসকিন সকলের কাছে আমি সমান।
জনগনের উদ্দেশ্য বলবো প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই আব্বাস,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই তুষ্ট আলোর উৎস সুর্যে,আমি আপনাদের কাছে ঋনি,আপনাদের সকলের ভোটে আমি নির্বাচিত,নির্বাচনের আগে কে কোন দল করেছেন সে সব ভুলে আসুন একই পতাকাতলে,আসুন একেঅপরের সহযোগীতায় নিজেদের ওয়ার্ড কে নিজেরাই সাজাই,আপনার প্রয়োজনে আমাকে বলুন আমি আপনার সেবায় নিয়োজিত।তবে আপনাদেরও দায়িত্ব কম নেই,টাউট বাটপার দালাল মাদককারবারী চিহিন্নীত করুন,সকলে একযোগে দুর্নীতিবাজদের মুঁখোশ উন্মোচন করুন।সর্বপরি বলবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগত,একটা কথা মনে রাখবেন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দরকার শেখ হাসিনার সরকার,নৌকার বিকল্প কিছুই নাই,,আব্দুস সালাম আহম্মেদ আব্বাস কাউন্সিলর ১ নং ওয়ার্ড,ত্রান ও সমাজকল্যান সম্পাদক কাশিমপুর থানা আওয়ামীলীগ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন