প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জেলখানায় শিশুদের জন্য (আসক) ফাউন্ডেশনের পক্ষ হতে ঈদ উপহার পৌছিয়ে দেওয়া হলো

 মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: সিলেট জেলখানায় কয়েকজন ছোট্ট শিশু রয়েছে যারা অপরাধী নয় কিন্তু মায়ের অপরাধে জেলের ভিতরে মায়ের সাথে থাকতে হচ্ছে। কারণ এত ছোট শিশু মাকে ছাড়া থাকবে কি করে। এদের অনেকেরই বাড়ি সিলেট কিংবা বাইরের জেলায়। জেল কর্তৃপক্ষ যদি কখনো তাদের ভালো পোশাক দেন তাহলেই শিশুগুলো ভালো পোশাক পড়তে পারে। নতুবা অনেক শিশু আছে যাদের খোঁজখবর বাইরে থাকা আত্মীয়-স্বজন কখনোই নেয় না। আমি অধম প্রতি বছরই চেষ্টা করি ঈদ কিংবা শীতে জেলে থাকা মায়েদের সাথে এই ছোট্ট বাচ্চাদের পাশে দাঁড়াতে। যে শিশুদের এই সময়ে বাইরে খোলা আকাশের নিচে খেলা করার কথা কিন্তু ভাগ্যের নির্মম নিয়তির জন্য তারা আজ চার দেওয়ালে বন্দী । বিষয়টি ভাবতেই মনের ভেতরটা যেন কেমন করে ওঠে। তাই দায়িত্ববোধ থেকে ছুটে যাই মাঝে মাঝেই ওদের কাছে। জেলার মহোদয় ভালো মানুষ। উনার মাধ্যমে চেষ্টা করি ওই শিশুগুলোর জন্য কিছু করার। সামনে ঈদ আসছে আমার বাচ্চাগুলো ভালো পোশাক পরে ঈদ উদযাপন করবে আর এই বাচ্চাগুলোর কেমন কাটবে ঈদের দিনটি এই মানবিক বিষয়টি ভেবে ভেবে আজকে ঈদের নতুন পোশাক নিয়ে শিশুদের জন্য ছুটি গিয়েছিলাম জেলখানায়। সাথে ছিল (আসক) ফাউন্ডেশনের সিলেট মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার সাহেব। সাধ্য অনুযায়ী তাদের উপর সামগ্রী অত্যন্ত ভালো মনের মানুষ জেলার জনাব মোঃ সাখাওয়াত হোসেন মহোদয়ের কাছে তুলে দেই। মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ রকিব আল মাহমুদ, দোয়া করি এই শিশুদের আল্লাহ সব সময় ভালো রাখুন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন