প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অসুস্থ কাউসারকে সৌদি থেকে দেশে ফিরিয়ে আনতে বাবা-মায়ের আকুতি

 কে.এম.হাছান: চাকরির উদ্দেশ্যে সৌদি আরবে গমনকারী, চাঁদপুর সদর উপজেলার বাগরা বাজার ইউনিয়নের সেকদি গ্রামের মোঃ রাজন খানের পুত্র মোঃ কাউসার খান (পাসপোর্ট নং ই০০৪৯২৪৭৯) বিগত ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন বলে তার পরিবারের সদস্যরা জানান। সৌদি আরব যাওয়ার পর কাজকর্ম না পেয়ে চরম কষ্টে গত ৯ মাস যাবত মানবতার জীবনযাপন করছে বলে জানা যায়। পরিবারের সদস্যরা জানান, সৌদি আরবে কাজের সন্ধানে যাওয়া মোহাম্মদ কাউসার খান কাজকর্ম না পেয়ে বেকারগ্রস্ত হয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনি মানসিক কষ্টে সহ্য করতে না পেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া ২০২৩ সালের ২৫ ডিসেম্বর এর পর থেকে বিভিন্নভাবে তদবির ও চেষ্টা করেও মোঃ কাউসারের সাথে যোগাযোগ করতে পারেনি। সৌদি আরবে মানবতার জীবন যাপন কারী অসুস্থ কালচারের সন্ধান না পেয়ে কাউসারের বাবা-মা এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন এবং কাউসার এর ভাই বোন ও তাদের পরিবারের সদস্যরা মোঃ কাউসারকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। অসুস্থ ও নিখোঁজ কাউসারকে সৌদি আরব থেকে যেকোন উপায়ে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে এখন হতভাগ্য কাউসারের বাবা, মায়ের একটাই আকুতি। মাননীয় প্রধানমন্ত্রী যেন সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আমার অসুস্থ ও নিখোঁজ ছেলে মোঃ কাউসারকে সৌদি আরব থেকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। বিগত ৯ মাস যাবৎ সৌদি আরবে মানবতার জীবনযাপনকারী অসুস্থ মোঃ কাউসার নিখোঁজ থাকায় কাউসারের বাবা-মা এখন ছেলের কথা স্থিরচরণ করলেই বাকরুদ্ধ হয়ে পড়েন। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সাংবাদিকদের মাধ্যমে, কাউসারের বাবা-মা বারবার মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন