প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জে ব্রীজের নিচে থেকে জীবিত নবজাতক শিশু পুত্র উদ্ধার

 মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্রীজের নিচে থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশু পুত্রকে উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) সকাল আনুমানিক ০৮টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রীজের নিচে থেকে জীবিত নবজাতকটিকে উদ্ধার করা হয়। এরপরে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। স্থানীয়রা জানান, উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রীজের নিচে থেকে একটি নবজাতকের কান্না শুনে পায়।এসময় আশেপাশের লোকজন গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। স্থানীয়রা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে অভিরামপুরের গ্রামের আব্দুল জব্বারের পুত্র সাহরুল কবিরাজের কাছে দেওয়া হয়েছে বলে জানা গেছে । এব্যাপারে সাহরুল কবিরাজ জানান,জীবিত নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে।তিনি আরও বলেন, আমার কোনো সন্তান নেই। যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিকে আমি দত্তক নিতে চাই। এবিষয়টি নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহিদ জিতি জানান, যারা নবজাতককে হাসপাতালের আউটডোরে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলো, চিকিৎসা শেষে আবার তারা তাদের সঙ্গে নিয়ে চলে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, নবজাতকের চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য দেওয়া হয়েছে। নবজাতকটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন