প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

আলোকিত পত্রিকা ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মাটি মামুন রংপুর: রংপুরে আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ এপ্রিল ২০২৪ ইং বুধবার বিকেল ৫ টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের সাংবাদিক,ব্যবসায়ী সমাজ সেবক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী চেয়ারম্যানঃ বাংলার চোখ ও সুমী গ্রুপ, এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক রোস্তম আলী, সাংবাদিক মাটি মামুন,রায়হান বারি, শাহ্ আলম, মাহমুদুল হাসান, বাবলু রহমান বারি,প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন