প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদপুর জেলা গন অধিকার পরিষদ এর অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল

বোয়ালমারী উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর পক্ষ থেকে ইফতার মাহফিল। বালুধুম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায়, এখানে উপস্থিত ছিলেন গণ,যুব,ছাত্র, শ্রমিক অধিকার পরিষদ এর সকল নেতাকর্মী এতিমখানার এতিম শিশুদের নিয়ে তারা ইফতার মাহফিলের আয়োজন করেছে সুন্দর পরিবেশে। এখানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ডাঃ বায়েজীদ হোসেন শাহেদ আহবায়ক , গণ অধিকার পরিষদ ফরিদপুর জেলা শেখ বাচ্চু , সদস্য সচিব ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদ সার্বিক সহযোগিতায়: মোঃ সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলা

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন