প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীকে বিজয়ী

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ২শত ৮২টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীকে ২শত ৭৩টি ভোট পান। চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে ৯টি ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও মোটর সাইকেল প্রতীকে মোঃ মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীকে মোঃ আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীকে মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য)টি ভোট পেয়েছেন। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীকে জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন