প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারায় মাদক মামলার মোঃ আকাশ (১৯) নামের সাজা প্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। ০২ এপ্রিল, মঙ্গলবার অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন জানান, আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। তিনি জানান, আটককৃত আসামি মামলা নং ০২, জিআর নং ৩০৫/২০, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভূক্ত আসামী এবং উপজেলার মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে। পুলিশ জানায়, ০২ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিএমপি চট্টগ্রাম এর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় হইতে তাকে আটক করা হয়। আসামী বিরুদ্ধে মাদক ছিনতাই সহ একাধিক মামলা আছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন