প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক ৩০ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি:  ০২/০৪/২৪খ্রি: তারিখ ০৯.০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ ৩নং ওয়ার্ড্ আমতলী সাকিনস্থ আমতলী ড্রাইবারশন তিন রাস্তার মোড়ের উপর হতে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ আমজাদ হোসেন পারভেজ (৩৭), পিতা- মৃত জয়নাল আবেদীন ভূইয়া, সাং- আকছিনা, (ভূইয়া বাড়ী), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২. মোঃ মমিন মিয়া (৩৯), পিতা- মৃত বজলু মিয়া, সাং-ধজনগর (বজলু মিয়ার বাড়ী), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩. রাকিব (২০), পিতা-কুদ্দুস, , সাং- ধজনগর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-০৪ তারিখ-০২/০৪/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন