প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রামে এতিম ছাত্রদের সম্মানে ভূঁইয়া সোসাইটির দোয়া ও ইফতার

 মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ছুফিয়া রহমানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির চৌদ্দগ্রাম শাখার সভাপতি সরোয়ার হোসেন ভুঁইয়া লাভলু। বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ ভুঁঞা পাভেলের পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, সমাজসেবক অহিদুর রহমান মজুমদার, আগা শাহাদাত হোসেন চৌধুরী, আগা সবুজ চৌধুরী, মোঃ জাফর ভুঁইয়া, আগা বাদল চৌধুরী, নিটু চৌধুরী, কামাল হোসেন ভূঁইয়া, পিয়াস পাটোয়ারী, আবীর আব্দুল্লাহ চৌধুরী। এ সময় মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভুঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনবন্ধু ফারুক হোসেন রাজডা ভুঁইয়ার পরামর্শক্রমে এতিমখানার ছাত্রদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠান সফল করায় সকলকে অভিনন্দন জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ ভুঁইয়া সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কল্যাণ কাজ অব্যাহত রেখেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন