প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি ঈদে ঘরমুখী মানুষের গমনাগমন নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহিপাল হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতোবিনিময় করেন এবং ঈদ উপলক্ষে মহিপাল হাইওয়ে থানা কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা শ্রবণ পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম মহিপাল হাইওয়ে থানাধীন লালপোল ও বিসিক এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখা সহ মহাসড়কে সবধরনের থ্রিহুইলার যেন উঠতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মোহাম্মদ মোস্তফা কামাল, অফিসার ইনচার্জ মহিপাল হাইওয়ে থানা, মোহাম্মদ রাশেদ খাঁন চৌধুরী, অফিসার ইনচার্জ ফাজিলপুর হাইওয়ে থানা এবং মহিপাল হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ অফিসার বৃন্দ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন