প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

আশিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি:  রাজারহাটে মোটর সাইকেল থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়ে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে,সোমবার রাতে উপজেলা সদরের রাজারহাট-নাজিমখান রোড়ে ব্র্যাক মোড়ে স্থানীয় চাকিরপশার তালুক গ্রামের ননী গোপালের পুত্র স্বজন চন্দ্র (৩৫) তার জেঠাই প্রমিলা রানী (৬৫) কে মোটর সাইকেলের পিছনে নিয়ে দ্রুত গতিতে রাজারহাট আসার সময় আকস্মিক হোচট খেয়ে পড়ে যায়। এসময় চালক নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমিলা রানীকে মৃত ঘোষনা করেন। প্রমিলা রানী একই গ্রামের মৃত রামচন্দ্র বর্মনের স্ত্রী। পরে রাতে প্রমিলার লাশ আসলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তার লাশ অগ্নিদাহ করা হয়। অপরদিকে গুরুতর আহত মোটর সাইকেল চালক স্বজন চন্দ্র রংপুর সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন মোটর সাইকেলের পিছন থেকে পড়ে এই দূর্ঘটনা ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন