প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শবে কদর

শাহজালাল সুজন
তারিখ- ০৩/০৪/২০২৪

শবে কদর পুণ্যে ভরা
মুসলমানের জন্য,
ভাগ্য রাত্রি কয় সকলে
নসিবে হয় ধন্য।

রোজার মাসে শবে কদর
কুড়ির বিজোড় রাতে,
বান্দার গুনাহ্ মাফ করিয়ে
দেন রহমত হাতে।

হাজার রাতের চেয়ে উত্তম
ভাগ্যের রাত্রি বলে,
শান্তির বার্তা নিয়ে আসে
ফেরেস্তাদের দলে।

বরকত আসে ধরার বুকে
ঢেউ খেলে যায় মনে,
কোরআন নাজিল হয়েছিল
শবে কদর ক্ষণে।

দরূদ পড়ো জিকির ধরো
নফল আমল করে,
প্রভুর দ্বারে কেউ ফিরে না
ভাগ্য দিবেন গড়ে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন