মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: অদ্য ২/৪/২৪ ইং মঙ্গলবার বিকেলে শিবপুর মাইকো ও ট্যাক্সি স্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতি এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ এর সদস্য সচিব ,সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা পরিষদ । তিনি বলেন শিবপুরে মাইকো ও টেক্সি গাড়ি সুন্দর ও শৃঙ্খলা ভাবে পরিচালনা করে আসছেন তাদের শ্রম ও মেধা দিয়ে, ভবিষ্যতে ও যেন সুন্দর ও শৃঙ্খলা ভাবে পরিচালনা করিতে পারে আমি সেই কামনাই করি ,প্রতিষ্ঠানে সভাপতি রাশেদ আহমেদ অসুস্থ আল্লাহ যেন উনাকে রোগ মুক্তি দান করেন আমি এই কামনাই করি এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতি যেন আল্লাহর রহমত থাকে ,গাড়ি চালাতে গিয়ে যাতে কোন প্রকার দুর্ঘটনার শিকার না হয়, কোন প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য আল্লাহর কাছে আমি দোয়া করি ।এই প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ার পিছনে আমার সহযোগিতা এখনো আছে ভবিষ্যতেও থাকবে । আজকের মিল্লাত মাহফিলের আমি শুধু একটি কথাই বলবো আগামী ২৯ শে মে দ্বিতীয় ধাপে শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন হবে, নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর হয় পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমিও প্রার্থী হতে পারি ,আমি প্রার্থী হলে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। সভাপতি রাশেদ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রীম রিপোর্টার্স ইউনিট এর সহ সভাপতি ও শিবপুর প্রেসক্লাব এর আহ্বায়ক মোঃ কামাল হোসেন প্রধান , শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন। শিবপুর মাইকো ও ট্যাক্সি স্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতির এর ভারপ্রাপ্ত সভাপতি , রুবেল মৈসা, সাধারণ সম্পাদক সমিতি, শাহিন মিয়া, সহ-সভাপতি,আদিল ভূঁইয়া, মামুন গাজী,যগ্ন সাধারণ সম্পাদক প্রমোখ, উক্ত সমিটিতে মোট সদস্য সংখ্যা ৬০০ জন । দোয়া পরিচালনা করেন হযরত ক্বারী মোঃ সালিমুল্লাহ।