প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পালন করা হয় ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস -২০২৪।বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ -ই আলম বাচ্চু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকঞ্জী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম রায়,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহসহ অন্যান্য প্রমুখ।আলোচনা সভায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,সকল প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের জন্য বর্তমান সরকার ভাতা সুবিধার আওতায় এনেছেন সকল প্রতিবন্ধীদের। আলোচনা সভায় সমাজসেবা বিভাগের কর্মকর্তারা ছাড়াও অটিজম শিশু, অভিভাবক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন