প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ১৮০ (একশত আশি )বোতল ফেনসিডিলসহ- ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (পহেলা এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যাহার অনুমানিক মূল্য-২৭০,০০০/= (দুইলক্ষ সত্তর) হাজার টাকা।আটককৃক্ত ব্যক্তি হলেন পাশ্ববর্তী ডিমলা উপজেলার উত্তর সোনাখুলীর মিলন পাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ মইনুল হক (৩৫)। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে বিশেষ কায়দায় তৈরি বস্তার ন্যায় ব্যাগে ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়।এই ঘটনায় জলঢাকা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে জলঢাকায় অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন