প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুন্সীগঞ্জে আলোচিত জিল্লু হত্যার লিটন কমিশনার কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিবেদক: মুন্সীগঞ্জে আলোচিত মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি মো. জিল্লুর রহমানকে হত্যার ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করা আসামি লিটন কমিশনার কে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম মামলাটি করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।ইতিপূর্বে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কিশোর গ্যাং জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ মামলায় বাকিদের আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন