প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রমজানে হলি খেলা; অতঃপর আমাদের কেউ নেই

সেহলী পারভীনঃ আনন্দের সাথে শিক্ষা আমরাও চাই। চাই শিল্প সংস্কৃতির চর্চা শিক্ষাঙ্গনে থাকুক। কিন্তু ৯৫% মুসলমানের দেশে মহিমান্বিত রমজানের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক এই চাওয়ার বিকল্প কিছু হতে পারে না। বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির অনুসারিরা রমজান কে সম্মান জানাতে বহুমুখী কর্মসূচী গ্রহণ করে। যা আমাদের মুগ্ধ করে- সম্মানিত বোধ করি মুসলিম হিসেবে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় আমি বিস্মিত হয়েছি। যে কারণে লিখতেও দেরি হয়ে গেলো। মনে হয়েছে- আমাদের দেখার কেউ নেই। ভুল শুদ্ধ বলার কেউ নেই। অভিভাবক শুণ্য প্রজন্ম এবং শিক্ষাঙ্গন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন