প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর কুজাইল বাজারসহ বিভিন্ন এলাকায় রামভক্ত হনুমানকে আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার

নওগাঁর কুজাইল বাজারসহ বিভিন্ন এলাকায় রামভক্ত হনুমানকে আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার!!!!
নওগাঁ জেলার রানীনগর উপজেলার কুজাইল বাজারসহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে প্রভু রামভক্ত হনুমান।গত দুই-তিন মাস থেকে নওগাঁ দলছুট একটি মুখপোড়া হনুমান। নতুন পরিবেশে এসে হনুমানটি যেমন উদ্বিগ্ন ছিল তেমনি হঠাৎ করে লোকালয়ে আসা বন্য প্রাণীটি দেখে স্থানীয়রাও কৌতূহলী। তবে প্রথমদিকে হনুমানটি মানুষের কাছ থেকে দূরে দূরেই থাকতো। গাছের ডাল, ঘরের চাল, ভবনের ছাদে ছিল তার বিচরণ। অনেকে আবার এটি তাড়িয়েও দিতেন। কিন্তু কিছুদিন ধরে হনুমানটির সঙ্গে স্থানীয়দের বেশ সখ্য গড়ে উঠেছে। কেউ কেউ আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হনুমানটি ঘোরাফেরা করছিল কুজাইল নমঃশূদ্র পাড়ায়। এক পর্যায়ে ক্ষুধার্ত প্রাণীটি ঢুকে পড়ে ওই গ্রামের নরেশ সরকারের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা লোকজন হনুমানটি আদর করে আটা গুলিয়ে খাওয়ান। এছাড়া ওই গ্রামের বিকাশ প্রামাণিকের বাড়িতে ঢুকে বারান্দায় বালতিতে রাখা পানি খেতে দেখা যায় প্রাণীটিকে। পরে বাড়িতে থাকা লোকজন হনুমানটির কাছে গিয়ে পানি খাওয়ান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন