প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ময়মনসিংহ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের নতুন কমিটি গঠন

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় যুব শ্রমিক লীগের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি মো: আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন সোহেল এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত কমিটিটি কেন্দ্রীয় শ্রমিকলীগের অফিসে হস্তান্তর করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আজম খসরু । জাতীয় যুব শ্রমিকলীগের ময়মনসিংহ জেলার সভাপতি নির্বাচিত করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জি:মো:সজিবুর রহমান,সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক :জাহিদুল ইসলাম রাসেল সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন