প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার বদ্দ গেরামারা নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করা হয়। সোমবার (১ এপ্রিল) রাত ১০টায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃশরীফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ভারতীয় মদ ৪০ বোতল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়। রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন