প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সাঁথিয়া উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সাঁথিয়া উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলা শাখার এক কর্মীসভা রবিবার ( পহেলা অক্টোবর ) সাঁথিয়ার বোয়াইলমারী বাজারে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভূক্ত না হওয়া অবহেলিত মুক্তিযোদ্ধাগন এবং সহকারী মুক্তিযোদ্ধা গন যোগদান করেন ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির ওয়েবসাইটের দায়িত্ব প্রাপ্ত এবং পাবনা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির সভাপতি আব্দুল হালিমের সঞ্চালনায উপস্থিত অবহেলিত মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ।নাম তালিকাভুক্ত না হওয়া উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন সত্বেও এখন পর্যন্ত তাদের নাম মুক্তিমুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি ।
নাম অন্তর্ভূক্তির নামে তাদের কে বারে বারে হেনস্থা করা হয়েছে ।তারা জানান,বাংলাদেশে বারে বারে মুক্তিযোদ্ধা তালিকা করা হলেও গ্রাম গন্জে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা কিছু প্রকৃত মুক্তিযোদ্ধা দের নাম এখনও তালিকাভুক্তি হয়নি ।
উপস্থিত নাম অন্তর্ভূক্ত না হওয়া মুক্তিযোদ্ধাগন তাদের নাম অন্তর্ভূক্ত করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রেরন করেন ।
অনুষ্ঠানে আগামী দশ অক্টোবর ( মঙ্গলবার ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি নজরুল ব্যাপারি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ সুমন দ্বযের সাঁথিয়া আগমন উপলক্ষে কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় ।
অনুষ্ঠান শেষে মোঃ আমজাদ হোসেন কে সভাপতি ও মোঃ মোতাহার হোসেন কে সাধারন সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয় ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন