প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) শহরের মাস্টারপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সদর উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কাইয়ুমুজ্জামান পাভেলসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরায় জাতীয় যুব সংহতিকে আরো শক্তিশালী ঘাটি হিসেবে আবির্ভূত হতে হবে। যুব সংহতির তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদের একত্রিত করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। তবেই পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করতে পারবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন