সোহানুল হক পারভেজ (রাজশাহী) : তুচ্ছ ঘটনায় তানোর পৌরসদরে গতকাল ৫টার সময় দুই পক্ষের মারামারিতে৫ জন আহত হয়েছেন। তাদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে ৮ জনকে আসামি করে তানোর থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতা জের ধরে তানোর পৌরসদর কুঠিপাড়া গ্রামের মৃত নওশাদ আলীর পুত্র জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের আজাহার আলীর স্ত্রী নাজমার সাথে যাতায়াতের রাস্তা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মৃত মোজাহার আলীর পুত্র সাহিনুর রহমানকে ১ নং আসামী জাহাঙ্গীর আলমসহ তার লোকজন লোহার রড দিয়ে গুরুতর জখম করেন। এমত অবস্থায় সাহিন আলমের ছোট ভাই ফয়সাল ইসলাম আগায়তে গেলে তাকেও মারধর করেন। এতে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়লে তানোর থানা পুলিশ মারামারি নিয়ন্ত্রণ করে,পরে উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছেন,এনিয়ে শাহিনুর রহমান সহ তার পরিবার তাদের মারার পরিকল্পনা করছেন এমতাবস্থায় তারা বাড়িতে ঢুকতে পারছেন না,বাড়ির গেটের সামনে দেশী অর্থশাস্ত্র নিয়ে জাহাঙ্গীরসহ তার লোকজন মার মুখে অবস্থায় আছেন। এনিয়ে মানবতার জীবনযাপন পালন করছেন সাহিন আলমের পরিবার। এ বিষয়ে সাহিন আলম বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থানায় অভিযোগ করেছি কিন্তু জাহাঙ্গীর সহ তার লোকজনের আতংকে আমাদের বাড়িতে ঢুকতে পারছিনা আমি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি। এবিষয়ে তানোর থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বলেন দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ১ এপ্রিল ২০২৪ ফোন:০১৭৬১-৮৯৯১১৯