প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঝিনাইদহের কোচাঁদপুরে নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

ঝিনাইদহের কোচাঁদপুরে নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলায় সর্বসাধারণকে নিয়ে গড়ে উঠেছে একটি অরাজনৈতিক,সামাজিক সংগঠন ” মানব উন্নয়ন ফোরাম” ।
সংগঠনটি মূলত জনসাধারণের কল্যাণে কাজের জন্য গঠিত হয়েছে। শনিবার ৩০/০৯/২০২৩ ইং তারিখ একটি অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম বলেন , সামাজিক এই সংগঠনটি কোটাঁদপুরের সব ধরনের খবরাখবর জনসাধারণকে অবগত করবে এবং তাদের পাশে সবসময় থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়াতে ইসলামী কর্তৃক মনোনীত ঝিনাইদহ – ৩ আসনের এর জন্য এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এছাড়াও উক্ত সংগঠনের সেক্রেটারি, অফিস সম্পাদক সহ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ এর মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ সরওয়ার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন