প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরে বন্ধ ঘরে কলেজ ছাত্রী ছাত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার

মোঃ সাহাবুল আলম, স্টাফ রিপোর্টার : নাটোর শহরের উত্তর বড়গাছা জোলার এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে নূসরাত জাহান মারিয়া বৈশাখী নামের এনএস কলেজের একাদাশ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে ও নাটোর জেলা ব্যাটমিন্টন দলের খেলোয়ার। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে বৈশাখী আত্মহত্যা করছেন। ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু বলেন, তিনি শহরের মল্লিকহাটি এলাকার বাসায় থাকলেও উত্তর বড়গাছার ৪ তলা বাড়িটি ছাত্রী নিবাস করেছেন। আজ রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা তাকে ফোন দিয়ে বৈশাখীর রুম বন্ধ রয়েছে। এছাড়া রুম থেকে বৈশাখীর সারা পাচ্ছে না। এরপর তিনি বৈশাখীর পরিবার ও থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ছাত্রী নিবাসে এসে বৈশাখীর রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৈশাখীর লাশ তার ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। মিজনুর রহমান বলেন, বৈশাখীর ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারন জানার চেস্টা করা হবে। পাশাপাশি বৈশাখীর লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন