প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক টুপি ও নামাজ স্ট্যান্ড বিতরণ

 মুহাম্মদ নাছির উদ্দীন বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আহবান ফাউন্ডেশন ও নিউ স্টার সোসাইটি কতৃক পবিত্র রমজান মাস উপলক্ষে টুপি ও নামাজ স্ট্যান্ড বিতরণ। এতে উপস্থিত ছিলেন মানবতার আহবান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি,নিউ স্টার সোসাইটি’র প্রধান উপদেষ্টা, মুহাম্মদ নাছির উদ্দীন, মানবতার আহবান ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য নিউ স্টার সোসাইটি’র সহ সভাপতি মুহাম্মদ আরফাত,সদস্য মুহাম্মদ ওমর ফারুক,মোঃ সাজ্জাদ প্রমুখ। এছাড়া ও মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা সংগঠন ও বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরী সহ দেশের বিভিন্ন ক্লিনিক, হসপিটালে রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা, রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা,বৃক্ষরোপণ কর্মসূচি, অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ,শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ, মহান জাতীয় দিবস,স্বাধীনতা দিবস উদযাপনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিগত সাত বছর যাবত পরিচালনা করা আসছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন