প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নারায়ণগঞ্জ জেলাতে কবিরাজের নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষের সাথে প্রতারণা ধোঁকাবাজি

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: এই যেমন সরিষার ভিতর ভূত এই ভদ্রলোক নাম তার আবুল মুন্সী কবিরাজ যিনি ভন্ডকে হার মানিয়েছে তার বিভিন্ন কু পরামর্শে নারায়ণগঞ্জ বন্দর চর ইসলাম পুর ৯ নং ওয়ার্ড বাসী সহ দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সাধারণ মানুষ তার ভন্ডামিতে দিশেহারা হয়ে পড়েছে। আজ ৩১/৩/২০২৪ইং রোজ রবিবার দুই তিনজন মহিলা এই ভন্ড আবুল মুন্সি কবিরাজ এর কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পরে ভন্ড যেমন ধরনের কথা বলেছেন তারা অতিষ্ঠ হয়ে পড়েছে তিনজন মহিলা বলেছেন কাহারো বিবাহ হচ্ছে না কেহ বলেছেন বাচ্চা হচ্ছে না কিন্তু ভন্ডকে পরীক্ষা করেছেন তারা ভন্ড কবিরাজ বলেন তোমাদের বিভিন্ন সমস্যার কারণে বিবাহ হচ্ছে না ও বাচ্চা হচ্ছে না এমত অবস্থায় তিনজন নারী ভন্ডর উপরে চড়া হয় এক পর্যায়ে ভন্ড কবিরাজের আস্তানার কিছু লোকজন একজন নারীর উপর ছড়া হয় এতে তিন নারী ক্ষিপ্ত হয়ে ভন্ড কবিরাজের বিরুদ্ধে অভিযোগ করেন এই ভন্ড কবিরাজ এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে বিশৃঙ্খলা করেন আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই ভন্ডের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হোক

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন